আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি উইমেনে রঙিন আয়োজনে ঋতুরাজ বসন্তের আগমনকে সামনে রেখে বসন্ত উৎসব পহেলা ফাগুন উদযাপিত হয়। এ উপলক্ষে ইউনিভার্সিটির অফিস অফ স্টুডেন্ট এফেয়ার্স এর সহযোগিতায় স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আয়োজনে ‘ফাগুনেরও মোহনায়’ নামক বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজন করা হয়। বসন্ত বরণ উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি উইমেনের লেইন ও কনফারেন্স হল সজ্জিত করা হয় নানা রকম ফুল ও লাইটিং এর মাধ্যমে। শিক্ষক, ফ্যাকাল্টি, স্টাফ ও শিক্ষার্থীরা হলুদ, কমলা ও লাল রঙের জামা ও শাড়ি পড়ে অনুষ্ঠানে অংশগ্রহন করেন। দুইভাগে বিভক্ত উৎসবে প্রথম পর্বে ছিল ফাগুন মেলা। এতে ১৮টি স্টল অংশগ্রহন করে। যেখানে ছিল দেশি ও বিদেশী খাবারের পসরা, বিভিন্ন ডিজাইনের জামা কাপড়, শিক্ষার্থীদের হাতের তৈরি বিভিন্ন প্রকারের সাজগোজের উপকরণ,প্রসাধনী সামগ্রী, ছুড়ি ইত্যাদি। দ্বিতীয় পর্বে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশী ছাড়াও বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নৃত্য, গান, লোক সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন এশিয়ান ইউনিভার্সিটি উইমেনের ভাইস চ্যান্সেলর প্রফেসর নির্মলা রাও। এছাড়াও ইউনিভার্সিটি রেজিস্ট্রার ড. ডেভ ডোল্যান্ডসহ ফ্যাকাল্টি, স্টাফ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.