বিয়ে হল ৬ ভাই-বোনের, বাসর সাজালো নাতি-নাতনিরা

নয়া দিগন্ত প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০১

সেই ৮০ সালে একবার বিয়ে করেছিলেন। ফের শনিবার রাতে বিয়ে করলেন ৬৪ বছরের সুদীপ দাস। পাত্রী একই, ৫৩ বছরের অনিমা দাস। শুধু সুদীপ বাবু আর অনিমা দেবীই নয়, একই সঙ্গে মালাবদল হল সুদীপবাবুর আরো চার ভাই আর এক বোনের। পরিবারের এই গণবিয়ের যাবতীয় দায়িত্ব সামলালেন নাতি নাতনি, ছেলে বৌমারা। এমন ঘটনাই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ভবানীপুরে। মীরাট থেকে উড়ে এসে শ্বশুর-শাশুড়ির বিয়ে দিলেন মোনালিসা, তেমনই দাদীদের মেহেদি পড়ানোর ভার ছিল নাতনি পারমিতার ওপরেই। দুদিন মেহেদি, সঙ্গীতের পর শনিবার রাতে দাসবাড়ির ছাদে জমে উঠল বিয়ের মহা আসর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে