আধুনিক গাড়িও হ্যাকড হয়ে যাবে
প্রথম আলো
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৯
আধুনিক সুযোগ-সুবিধার দামি গাড়ি কিনে ভাবছেন তা বেশ নিরাপদ। কিন্তু এই যুগে হ্যাকাররা কি বসে থাকবে? তারা ইতিমধ্যে আধুনিক গাড়ি হ্যাক করার পদ্ধতি বের করে ফেলেছে। যেসব গাড়িতে ধাতব চাবির ব্যবহার হয় না, সেসব গাড়িও চোখের পলকেই হ্যাক করে ফেলছে হ্যাকাররা। এমনই এক হ্যাকিং পদ্ধতি সামনে এনেছেন ইভানকানেক্ট নামের এক হ্যাকার।ইভানকানেক্ট তাঁর তৈরি বিশেষ যন্ত্র ব্যবহার করে বিলাসবহুল গাড়ি সহজে হ্যাক করেও দেখিয়েছেন। তিনি দাবি করেছেন, ‘কিলেস রিপিটার’ নামের ছোট আকারের ওই যন্ত্র ব্যবহার করে সহজে ধাতব চাবিহীন গাড়ির দরজা খোলা ও গাড়ি স্টার্ট দেওয়া যায়। ডিভাইসটি নয় হাজার মার্কিন ডলারে বিক্রি করছেন তিনি।