পারফরম্যান্স নিয়ে ক্রিকেটাররাও চিন্তিত
সর্বশেষ ছয় টেস্টে টানা হার। ছয় টেস্টের পাঁচটিতে আবার ইনিংস ব্যবধানে হার। সাদা পোশাকে বাংলাদেশের ব্যর্থতার মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। চলতি বছরের শুরুটাও লজ্জার ইনিংস হারেই হয়েছে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের কাছে ইনিংস ও ৪৪ রানে হেরছিল মুমিনুল হকের দল। ব্যর্থতার এই বৃত্ত থেকে ঘুরে দাঁড়ানো এখন বাংলাদেশের জন্য বড়ো চ্যালেঞ্জ। টানা হারের এই দুঃসময় কাটিয়ে ওঠার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। আগামী ২২ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে মুমিনুল বাহিনী। পূর্ণাঙ্গ সফরে গতকালই ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে। জাতীয় দলের ক্রিকেটাররাও অনুভব করছেন, টেস্টে এমন বিধ্বস্ত পরিস্থিতি কাম্য নয়। এভাবে চলতে পারে না। গতকাল ঐচ্ছিক অনুশীলনে এসে জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেছেন, টেস্টে দলের পারফরম্যান্স নিয়ে সবাই চিন্তিত। এই ফরম্যাটে ঘুরে দাঁড়াতে দলের সবাইকে সুনির্দিষ্ট ভূমিকা দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ের বিপক্ষেই জয়ের স্বস্তি পেতে মরিয়া বাংলাদেশ।