নেতাদের সঙ্গে সমন্বয় না করে তিনটি ইউনিয়ন কমিটি করায় সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ সভাপতি শীতল বৈদ্যর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন ছাত্রলীগ নেতারা। গতকাল বৃহস্পতিবার রাতে বের হওয়া মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর ওপর গিয়ে সমাবেশে মিলিত হয়। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ছাত্রলীগ সভাপতি শীতল বৈদ্য সংগঠনের জন্য অযোগ্য, অদক্ষ ও অনভিজ্ঞ। ফলে তিন বছরে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কার্যক্রমে কোনো অগ্রগতি হয়নি। তিনি টাকার বিনিময়ে বিভিন্ন ইউনিয়ন কমিটি দেওয়ার পাঁয়তারায় লিপ্ত। এমন সভাপতিকে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ আজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করছে। উ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.