আজ ফাগুনে মিশেছে ভালোবাসার রং

এনটিভি প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫০

‘যত গোপনে ভালোবাসি পরান ভরি/পরান ভরি উঠে শোভাতে/যেমন কালো মেঘে অরুণ-আলো লেগে/মাধুরী উঠে জেগে প্রভাতে।’ প্রেমাবেগের তুমুল উচ্ছ্বাস বইয়ে দিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই লিখেছেন ‘মানসী’ কাব্যগ্রন্থে। গোপন গহিনের ভালোবাসা প্রকাশের সেই দিন আজ। মনের যত বাসনা, অব্যক্ত কথা ডালাপালা মেলে ছড়িয়ে পড়বে বসন্তের মধুর হাওয়ায়। মনে লাগবে দোলা, ভালোবাসার রঙে রঙিন হবে হৃদয়। ‘হৃদয়ের কথা বলিতে ব্যাকুল’ হয়ে প্রহর কেটেছে যেসব প্রেমপিয়াসীর, তাঁদের মনের না-বলা কথা প্রস্ফুটিত হবে। আজ বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসার মানুষটাকে একটু আপন করে অনুভূতি ব্যক্ত করার জন্য কত রকমের আয়োজন এ দিনে। আজ পয়লা ফা

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও