![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/01/30/ab25b4d46fbac9c74ab867e7d53dced9-5e32f5ebb8996.jpg?jadewits_media_id=1505204)
নিয়ম ভেঙে পাবলিক টয়লেট ব্যবহার করায়
প্রথম আলো
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৮
চীনফেরত উত্তর কোরিয়ার সরকারি এক কর্মকর্তাকে গুলি করে মারার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তি কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় পাবলিক টয়লেট ব্যবহার করেছিলেন, যা সেখানে নিয়মবিরুদ্ধ। চীনে করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়ালেও উত্তর কোরিয়া বরাবরই সে দেশে এর সংক্রমণ হয়নি বলে দাবি করে আসছে। ওই ব্যক্তিকে গুলি করে মারার পর পিয়ংইয়ংয়ের দাবি নিয়ে সন্দেহ করছেন বিশেষজ্ঞরা।