বাংলায় দেখা যাবে চীনের সিরিয়াল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৫
জনপ্রিয় চীনা ড্রামা সিরিজ ‘মূ’। বাংলায় ডাবিংকৃত এ সিরিয়াল আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে প্রচারিত হবে একুশে টেলিভিশনে। ১০০ পর্বের এই সিরিজে চীনা মিং সাম্রাজ্যের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ষড়যন্ত্র, ঘৃনা ও ভালোবাসার ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে। ২০১২ সালে সিরিজিটি প্রথম চীনের সরকারি স্টেশন সিসিটিভিতে ‘টার্বুলেন্স অব দ্যা মু ক্লেন’ নামে প্রচারিত হয়। ‘মূ’ ড্রামা সিরিজটি মূলত চীনা সাম্রাজ্যের রাজপরিবারের দ্বন্দ ও ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত। সিরিজের কাহিনী চিত্রে দেখা যায়, রাজ পরিবারের সদস্যরা ক্ষমতার লোভে নিজেদের মধ্যে সর্বদা যুদ্ধ-বিগ্রহে লিপ্ত থাকতো।
- ট্যাগ:
- বিনোদন
- চীনা সিরিয়াল
- ঢাকা