ফুলের দোকানে বসন্ত সাজ

প্রথম আলো প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৮

আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহা আজি এ বসন্তে— রবি ঠাকুর যখন গানটি লিখেছিলেন, তখন তিনিও হয়তো বসন্তরাঙা ফাগুনে বসেই লিখেছিলেন। চির অমলিন যৌবনের ঝাঁজে ভরা এই গান প্রত্যেক তরুণ-তরুণীর হৃদয়ের কথা বলে। শীতের জড়তা কাটিয়ে প্রকৃতিও তার যৌবন নিয়ে এসে দাঁড়িয়েছে ফাল্গুনের দ্বারপ্রান্তে। কুঁড়িগুলো চোখ মেলে চাইছে, ডালে ডালে কুহু রবে ডাকছে কোকিল। আবেগে...

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও