ইহুদি বসতি সংশ্লিষ্ট শতাধিক প্রতিষ্ঠানের তালিকা দিল জাতিসংঘ
দৈনিক আজাদী
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৫
ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরের ইহুদি বসতির সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর একটি তালিকা সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। দীর্ঘ প্রতিক্ষিত এ প্রতিবেদনে যে ১১২টি ব্যবসা প্রতিষ্ঠানের নাম এসেছে তার মধ্যে এয়ারবিএনবি, বুকিং ডটকম, এক্সপেডিয়া গ্রুপ ও মটোরোলা সল্যুশনের মতো কোম্পানিও আছে বলে জানিয়েছে বিবিসি। এসব প্রতিষ্ঠানের সঙ্গে ওই অবৈধ বসতির যোগসাজশ আছে, যৌক্তিক ভিত্তি থেকেই জাতিসংঘ এ সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে জানিয়েছে বৈশ্বিক এ সংস্থাটির মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। গত বুধবার প্রকাশিত এ প্রতিবেদনকে ‘আন্তর্জাতিক আইনের বিজয়’ অ্যাখ্যায়িত করেছে ফিলিস্তিনিরা। অন্যদিকে ইসরায়েলিরা একে বলেছে ‘লজ্জাজনক’।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৪ সপ্তাহ আগে
যুগান্তর
| গাজা
১০ মাস আগে