হাফিজের সাজা কার্যকর দেখতে চায় ভারত
                        
                            দৈনিক আমাদের সময়
                        
                        
                        
                         প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
                        
                    
                পাকিস্তানের রাজনৈতিক দল জামাতুদ দাওয়ার প্রধান ও মুম্বাই হামলার অন্যতম সন্দেহভাজন হাফিজ সাঈদকে পাঁচ বছরের কারাদÐ দিয়েছেন লাহোরের একটি আদালত। কিন্তু সেই সাজা কার্যকর নিয়ে সংশয় প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লি সাজা কার্যকর দেখতে চায়। খবর এনডিটিভি। এনডিটিভি গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, সরকারি সূত্রগুলো গণমাধ্যমের প্রতিবেদনে দেখেছে যে, পাকিস্তানের একটি আদালত সন্ত্রাসী অর্থায়নের অভিযোগে হাফিজ সাঈদকে সাজা দিয়েছেন। সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করে দেওয়ার প্রতিশ্রæতি হিসেবে পাকিস্তানের দীর্ঘদিনের আন্তর্জাতিক দায়বদ্ধতার অংশ এটি।