সর্বক্ষেত্রে পবিত্রতা অবলম্বন
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
আল্লাহপাকের বিভিন্ন অনুশাসনের মাঝে পবিত্রতা অবলম্বন একটি বিশেষ আদেশ। আর এই পবিত্রতা শুধু বাহ্যিক পবিত্রতা নয়, বরং বিশ্বাসের পবিত্রতা, কথার পবিত্রতা, কর্মের পবিত্রতা, শারীরিক ও মানসিক পবিত্রতা, আর্থিক পবিত্রতা, বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা, পরিবেশের পবিত্রতা। এক কথায় সর্বক্ষেত্রে পবিত্রতা অবলম্বনের শিক্ষা আমরা পবিত্র কোরআন থেকেই পেয়ে থাকি। কেননা আল্লাহতায়ালা বলেন, ‘যে বিষয়ে তোমার জ্ঞান নেই, সে বিষয়ে কোনো অবস্থান নিও না। নিশ্চয় কর্ণ, চক্ষু, হৃদয়Ñ এগুলোর প্রতিটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে’ (সুরা বনি ইসরাইল, আয়াত : ৩৬)। আমরা যদি…