পানির নীচের জগত যখন হাতের নাগালে
ফ্রান্সের জাতীয় সামুদ্রিক কেন্দ্রের মূল আকর্ষণ হলো ইউরোপের সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম৷ সেটির বিশাল জলাধারে প্রায় এক কোটি লিটার পানি রয়েছে৷ বিশ্বের সবচেয়ে বড় রে প্রজাতির মান্টা রে এই জলাধারের তারকা৷ সমুদ্রের তীরে অ্যাকোয়ারিয়াম ভবনের স্থাপত্যও এই প্রাণীর আদলে সৃষ্টি করা হয়েছে৷ ফ্রান্সের উত্তরে ইংলিশ চ্যানেলের তীরে ছোট্ট শহর বুলোন-স্যুর-ম্যার৷ সেখানেই প্রায় ১,৬০০ প্রজাতির সামুদ্রিক প্রাণীর দেখা পাওয়া যায়৷ আক্ষরিক অর্থেই সেই জগতে ডুব দেওয়া যায়৷ অ্যাকোয়ারিয়ামের প্রতিষ্ঠাতা স্টেফান এনার-এর মাথায় এমন আইডিয়া এসেছিল৷ তিনি বলেন, ‘‘মানবজাতির ভবিষ্যৎ নিয়ে সবাই উদ্বিগ্ন৷ এই জলাধার সমুদ্রের সৌন্দর্য ও সেই জগতের ভঙ্গুর প্রকৃতি তুলে ধরছে৷ এমন অসাধারণ স্থাপনা পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তাও স্পষ্ট করে দিচ্ছে৷'' পানির নীচের জীবজগতের বৈচিত্র্য সেখানে দেখা যায়৷ এটি শুধু অ্যাকোয়ারিয়ামই নয়, একাধারে শিক্ষা ও গবেষণাকেন্দ্রও বটে৷ সেখানে মোট ৬০,০০০ প্রাণী দেখা যায়, কয়েকটিকে এমনকি ছোঁয়াও যায়৷ বিশাল এই জলাধারের ইকোসিস্টেম প্রশান্ত মহাসাগরের পূর্বদিকে কলম্বিয়া উপকূলের মতো৷