চসিক নগর ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে বসন্ত উৎসব কাল

দৈনিক আজাদী প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪০

মুজিব বর্ষকে নিবেদন করে আগামীকাল শুক্রবার সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত আন্দরকিল্লা চসিক নগর ভবন উন্মুক্ত প্রাঙ্গণে ‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ এই স্লোগানে বোধন বসন্ত উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। বসন্ত বরণ শোভাযাত্রা, আবৃত্তি, কথামালা, সঙ্গীত, নৃত্য, যন্ত্র সঙ্গীত, ঢোল বাদন ও পিঠাপুলির সমারোহে দিনব্যাপী এ উৎসব সাজানো হয়েছে। উৎসব উদ্বোধন করবেন সঙ্গীতজ্ঞ ওস্তাদ মিহির লালা। প্রধান অতিথি থাকবেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। কথামালায় অংশ নেবেন-অ্যাডভোকেট স্বভু প্রসাদ বিশ্বাস, লায়ন রফিক আহামদ, লিয়াকত হোসেন খোকন, মফিজুর রহমান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সাইফুল আলম বাবু, সুমন বড়ুয়া, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, আবুল হাসনাত বেলাল। যন্ত্রসংগীতে দোলন কানুনগোর পরিচালনায় দলীয় গিটার বাদন, সুদীপ সেনগুপ্তের পরিচালনায় তবলার লহড়া এবং বিজয় জলদাসের পরিচালনায় সম্মেলক ঢোল বাদন পরিবেশিত হবে। উৎসবে আবৃত্তি, নৃত্য ও গানে অংশ নেবে চট্টগ্রামের শিল্পী এবং সংগঠন। প্রেস বিজ্ঞপ্তি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও