![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F02%2F13%2Fforeign-currency.jpg%3Fitok%3DcKrYlMBG)
বিমানযাত্রীর ব্যাগ থেকে বাদাম, মাংসের মধ্যে লুকানো বিদেশি মুদ্রা উদ্ধার
এনটিভি
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:১০
মাংসের টুকরো, বাদাম ও বিস্কুটের প্যাকেটে অভিনবভাবে লুকিয়ে রাখা হয়েছিল বিদেশি মুদ্রা। দিল্লি বিমানবন্দরে এক বিমানযাত্রীর ব্যাগ থেকে গতকাল বুধবার ৪৫ হাজার রুপি মূল্যমানের এসব বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা ফোর্স (সিআইএসএফ)। খাদ্যদ্রব্যের ভেতর থেকে মোট ১৩টি বিদেশি মুদ্রার নোট উদ্ধার করে সিআইএসএফ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘সন্দেহজনক’ আচরণ করায় দুবাই গমনেচ্ছু মুরাদ আলি (২৫) নামের এক ব্যক্তিকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। সিআইএসএফের সহকারী মহাপরিদর্শক ও মুখপাত্র হেমেন্দ্র সিং বলেন, ‘ওই যাত্রীর ব্যাগ চেক করে র
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মুদ্রা পাচার
- বিমান যাত্রী
- ভারত