কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বসন্ত-ভালোবাসায় টার্গেট পাঁচ কোটি টাকা

সমকাল প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৯

বাড়ির উঠানে বসে কাঠমালতির কলি দিয়ে গাজরা ও লহর বানাতে ব্যস্ত বধূ-কন্যারা। পাশের বিস্তীর্ণ মাঠে রংবেরঙের ফুল। এ এক অন্যরকম দৃশ্য ব্রহ্মপুত্র নদবিধৌত নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদী গ্রাম। সাবদী যেন পুরোটাই ফুলের গ্রাম। এ গ্রামের মানুষ অন্য ফসল আবাদ বাদ দিয়ে ঝুঁকছে ফুল চাষে। শুধু সাবদী কেন, এর আশপাশের গ্রাম দীঘলদি, সেলশারদী, মাধবপাশা ও আইছতলায় বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। গলাগাছিয়া ইউনিয়নের এসব গ্রামের ১৫ হাজার নারী-পুরুষ এ পেশায় এখন স্বাবলম্বী। এবার ১৫৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে ২৪ ধরনের ফুল। আসছে বসন্ত, ভালোবাসা দিবস ও শহীদ দিবসকে কেন্দ্র করে এখানকার চাষিরা অন্তত ৫ কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও