![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/02/12/952c172ee85d3fdad1a7063c30171468-5e441dd2c4d27.jpg?jadewits_media_id=1508723)
আমি একধরনের আউটসাইডার
প্রথম আলো
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০০
হেলাল হাফিজ: ২০০০-২০২০। তাঁর মা কোকিলা খাতুন। বাবা খোরশেদ আলী তালুকদার। কবি। কবির পুত্র কবি হয়েছেন। তাঁর সব কবিতা কি আমি পড়েছি? পড়েছি। একাধিকবার। মুদ্রিত যত কবিতা। যদিও আমি কবিতার তেমন ভালো পাঠক না কখনোই। ছন্দ বুঝি না, মাত্রা বুঝি না। পথের পাঁচালী দেখতে হলে কি আর সিনেমা বানানোর কৌশল জানতে হয় দর্শককে? সাধারণ দর্শকের একরকম দেখা আছে। তেমন একরকম পড়া আছে সাধারণ পাঠকেরও। বোঝাপড়া আছে।...