মিয়ানমারে আর্টিলারি গোলার আঘাতে রোহিঙ্গা কিশোর নিহত, প্রতিদিন সীমান্তের গ্রামগুলোতে হচ্ছে শেলিং
আমাদের সময়
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৪
আসিফুজ্জামান পৃথিল: মিয়ানমারের রাখাইন রাজ্যের কোয়াকতাও টাউনশিপে নএই ঘটনায় আরও ৪জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা বলছেন, আরাকান আর্মির সঙ্গে এই অঞ্চলে বড় ধরণের সংঘর্ষে লিপ্ত আছে মিয়ানমার সেনাবাহিনী। ইরাবতি স্থানীয় সুত্রের খবর, থংবে গ্রামে সোমবার ভোর ৪টার দিকে শেলবর্ষণ করে মিয়ানমার সেনাবাহিনীর গোলন্দাজ ইউনিট। নিহত কিশোরের আত্মীয় কালু ইরাবতী নিউজকে বলেন, ‘ছেলেটি মাথায় আঘাত পেয়েছিলো। …