![](https://media.priyo.com/img/500x/https://www.dw.com/image/18519400_304.jpg)
জিহাদের মৃত্যু: চার আসামি খালাস
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০, ২১:০১
২০১৪ সালের ডিসেম্বরে ঢাকার শাহজাহানপুরে রেলের পরিত্যক্ত নলকূপে পড়ে চার বছরের শিশু জিহাদের মৃত্যু হয়েছিল৷ ঐ ঘটনায় নিম্ন আদালতে দশ বছরের কারাদণ্ডপ্রাপ্ত চার আসামিকে বুধবার খালাস করে দিয়েছেন হাইকোর্ট৷