আরেকটু সুযোগ পেলে ভালো রেজাল্ট করতে পারতাম: প্রধানমন্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৫

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে কোটা রাখার কোনো যৌক্তিকতা দেখেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সাংসদ হারুনুর রশীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।বিএনপির সাংসদ হারুনুর রশীদ সম্পূরক প্রশ্নে বলেন, মেধাবী শিক্ষার্থীরা, বিশেষ করে ইংলিশ মিডিয়াম থেকে যাঁরা পাস করছেন, তাঁরা বিদেশে চলে যাচ্ছেন। অনেক মেধাবী দেশের বাইরে চলে যাচ্ছেন। তিনি জানতে চান, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে কোটা রাখা এবং বিদেশ যাওয়া বন্ধ করতে সরকার উদ্যোগ নেবে কি না। তিনি আরও জানতে চান, ব্যাপক বেকারত্ব দূর করতে সরকার ব্যবস্থা গ্রহণ করবে কি না। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মাননীয় সংসদ সদস্যের কথায় মনে হচ্ছে, ইংরেজি মিডিয়ামে পড়লেই মেধাবী, আর বাংলা মিডিয়ামে যাঁরা, তাঁরা মেধাবী না। আমরা কিন্তু নিরেট বাংলা মিডিয়ামে পড়ে আসছি। হয়তো মেধাবী না, তবে একেবারে খারাপ যে তাও না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও