বুথ ফেরত সমীক্ষায় সত্যি হতে যাচ্ছে। আবারো দিল্লির মসনদে বসতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শুরু হয়েছে দিল্লি বিধান সভার নির্বাচনের ফলাফল ঘোষণা। এখন পর্যন্ত ৫৩টি আসনে এগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তবে ফলাফল ঘোষণার একেবারে শুরুতে এগিয়ে ছিল বিজেপি। তবে এখন মাত্র ১৬টি আসনে এগিয়ে তারা। আজ সন্ধ্যার মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর আগে ভারতের অধিকাংশ বুথ ফেরত জরিপ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি তথা আপের সহজ জয় দেখছে এবারের নির্বাচনে। ছয়টিরও বেশি জরিপে সমষ্টিগত হিসেব পূর্বাভাস দিয়েছে ৭০টি আসনের মধ্যে ৫৬টিতেই জয়ী হবে আপ। বিজেপি পাবে ১৪টি আসন। কোনও কোনও জরিপে কংগ্রেসের ১ থেকে ৩টি আসনে জয়ী হওয়ার পূর্বাভাস দিচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.