বন্ধ বিচারের দ্বার খুলল
উচ্চ আদালতের স্থগিতাদেশে যুগযুগ ধরে বন্ধ রয়েছে প্রায় ২ হাজার মামলার বিচারকাজ। হত্যা, ধর্ষণ, ডাকাতি, জালিয়াতি, প্রতারণাসহ গুরুতর নানা ফৌজদারি অপরাধে দায়েরকৃত এসব মামলার বিচারের দ্বার এবার খুলল। সর্বনিম্ন ১৩ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর ধরে নিম্ন আদালতে এসব মামলার বিচার কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নজরে আসে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের। এরপরই মামলার বিচার কার্যক্রম চালু করতে বিশেষ উদ্যোগ নেন তিনি। ঐ উদ্যোগের অংশ হিসেবে হাইকোর্টের ফৌজদারি শাখায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা প্রায় দুই হাজার মামলার তালিকা করে সুপ্রিম কোর্ট প্রশাসন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঐ তালিকা ধরে মামলা নিষ্পত্তির জন্য হাইকোর্টের তিনটি ডিভিশন বেঞ্চে নথি পাঠানো হয়। ইতিমধ্যে অর্ধশত মামলা নিষ্পত্তি করেছেন সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিরা। নিষ্পত্তিকৃত কয়েকটি মামলার নথি পর্যালোচনায় দেখা যায়, দুই যুগ আগে হাইকোর্ট যে স্থগিতাদেশ ও রুল জারি করেছিল, তা খারিজ করে দেওয়া হয়েছে। এর ফলে নিম্ন আদালতে মামলার বিচারকাজ চলতে আর কোনো আইনগত বাধা থাকল না।