অক্টোবরে শেয়ারবাজারে আসছে আরও ৪ সরকারি ব্যাংক

নয়া দিগন্ত প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৭

শেয়ারবাজারে আরও চার রাষ্ট্রীয় ব্যাংক নিয়ে আসা হচ্ছে। এই ব্যাংকগুলোর শেয়ার আগামী অক্টোবর নাগাদ দেশের পুঁজিবাজারে আসবে। এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, শেয়ারবাজার চাঙ্গা করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দরকার। আমরা যেকোনো মূল্যে পুঁজিবাজার শক্তিশালী করতে চাই। তাই আগামী অক্টোবরের মধ্যে আরও চারটি রাষ্ট্রীয় ব্যাংক পুঁজিবাজারে আসছে। এ ছাড়া বাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের শেয়ার আরও বাড়ানো হবে। তিনি বলেন, দেশের অর্থনীতিতে কোথাও কোনো খারাপ সঙ্কেত নেই। রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে পুঁজিবাজারে আনার বিষয়ে করণীয় নির্ধারণ করতে গতকাল অর্থ মন্ত্রণালয়ের সভাকে সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।অর্থমন্ত্রী দাবি করেন, মূল অর্থনৈতিক এলাকায় কোথাও কোনো খারাপ সঙ্কেত দেখছি না। তবে আমাদের একটি খাত এখনো নেগেটিভ আছে। একটি খাত দিয়ে সামষ্টিক অর্থনীতি বিবেচনা করা যাবে না। প্রত্যেক দেশেই সব খাত যে সমভাবে চলবে এমনটি নয়। সারা বিশ্বের অর্থনীতির বিবেচনায় আমাদের অর্থনীতির অবস্থা ভালো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও