You have reached your daily news limit

Please log in to continue


ইউসিবি ব্যাংকে ভল্ট ভেঙে চুরির চেষ্টা

নগরীর কদমতলী এলাকায় বেসরকারি ব্যাংক ইউসিবিলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটাতে গিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে চোরেরা। তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, চুরির ঘটনা ঘটানোর পরিকল্পনাটা তাদের এতটাই নিখুঁত ছিল যে, শেষ পর্যন্ত সফল হলে তা হতো অভিনব পন্থায় চুরি। কারণ হিসেবে তারা বলেন, এরা আইটি সেক্টরে যথেষ্ট দক্ষ। ভবনের মালিককে এমন ভাবে পটিয়েছিল যে, তিনি বিশ্বাস করতে বাধ্য হয়েছিলেন তাদের। শুধু তাই নয়, তারা ব্যাংকের তিনটি তালা কেটে ভেতরে ঢুকে চেষ্টা করেছিল ভল্ট ভাঙার। বের হয়ে আসার পর গেইটে নতুন তালা আটকে গিয়েছিল। এতে ধারণা করা হচ্ছে, শনিবারও ছুটির দিন হওয়ায় তারা পুনরায় প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে চুরির চেষ্টা করতে আসতো। এদিকে ব্যাংক থেকে কোন টাকা খোয়া গেছে কিনা তা জানাতে পারে নি ইউসিবিএল কর্তৃপক্ষ বা পুলিশের কেউ। তারা জানিয়েছেন, ইউসিবিএলের বিশেষজ্ঞ টিম ঢাকা থেকে রওনা দিয়েছে। তারা এসে ভল্ট খোলার পর জানা যাবে কোন টাকা খোয়া গেছে কিনা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন