![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/02/09/f366957b555d4bb31ba324d747fd72de-5e3f7822d5834.jpg?jadewits_media_id=1507722)
অনলাইনে যে মুভি ডাউনলোড ‘বিপজ্জনক’
প্রথম আলো
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৮
এখন বিশ্বজুড়ে মুভি দেখার নানা মাধ্যম থাকলেও অনেকেই ওয়েবসাইট থেকে পাইরেটেড মুভি ডাউনলোড করে দেখেন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞা বলেন, অধিকাংশ ক্ষেত্রেই অনলাইনে মুভি ডাউনলোডের সাইটগুলোর ওপরে নির্ভর করা যায় না কারণ এতে ম্যালওয়্যার বা ভাইরাস ভরা থাকে।