কাজাখস্তানে ‘জাতিগত সহিংসতায়’ আটজন নিহত, আহত ৪০
এনটিভি
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৫
কাজাখস্তানের জামবিল প্রদেশে এক জনসমাবেশে দুপক্ষের মধ্যে সহিংসতায় আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪০ জন। গতকাল শনিবার জামবিল প্রদেশের কিরগিস্তান সীমান্তবর্তী মাসাঞ্চি গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কাজাখস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এরলান তুরগুমবায়েভ এক সংবাদ সম্মেলনে জানান, মাসাঞ্চিতে প্রায় ৩০০ লোক সহিংসতায় জড়িয়ে পড়েন। এ সময় গুলি ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এ সহিংসতার মধ্যে মাসাঞ্চি এলাকার প্রায় ৩০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় অন্তত ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এরলান তুরগুমবায়েভ। তবে কী কারণে এ সহিংসতার সূত্রপাত, তা জানাননি তিনি। এ ছাড়া এ
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিহত
- আহত
- জাতিগত সহিংসতা
- কাজাখস্তান