You have reached your daily news limit

Please log in to continue


ঘটনাটি নিয়ে আমি নির্বাক: সোনম

বলিউডের স্টাইল আইকন সোনম কাপুর। পোশাকের বিষয়ে তার সচেতনতায় মুগ্ধ সবাই। এমনকি বলিউডের অনেক নামজাদা সুন্দরীও স্টাইল নিয়ে পরামর্শ নিতে আসেন সোনমের কাছে। সেই স্টাইল আইকনের পোশাক সচেতনতা নিয়ে যখন প্রশ্ন উঠে তখন বিষয় সোনমের জন্য হতবম্ভ হওয়া মতো অবস্থা।বলিউডের স্টাইল আইকন সোনম কাপুর। পোশাকের বিষয়ে তার সচেতনতায় মুগ্ধ সবাই। এমনকি বলিউডের অনেক নামজাদা সুন্দরীও স্টাইল নিয়ে পরামর্শ নিতে আসেন সোনমের কাছে। সেই স্টাইল আইকনের পোশাক সচেতনতা নিয়ে যখন প্রশ্ন উঠে তখন বিষয় সোনমের জন্য হতবম্ভ হওয়া মতো অবস্থা। সম্প্রতি ‘মলং’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন সোনম। বাবা অনিল কাপুরের সঙ্গে যখন স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হন সোনম কাপুর তখন বলিউডের এই স্টাইল আইকনকে দেখে বারবার ঝলসে উঠতে শুরু করে ক্যামেরা। স্পেশাল স্ক্রিনিংয়ের আগে বাবার সঙ্গে দাঁড়িয়ে পোজ দিতেও দেখা যায় সোনমকে। কালো রঙের গাউন পরে ‘মলং’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে বাবার সঙ্গে হাজির হন সোনম। সোনমের ওই পোশাক দেখেই জোর সমালোচনা শুরু হয়ে যায় নেটিজেনদের একাংশের মধ্যে। বাবার সামনে কীভাবে সোনম ওই ধরনের পোশাক পরলেন! তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। আরো পড়ুন: বঙ্গবন্ধুর ছবিকে সম্মান দেখাতে গিয়ে চাকরি হারাতে বসেছেন ৪ কর্মকর্তা কেউ কেউ আবার সোনমকে লাজ-লজ্জাহীন বলেও কটাক্ষ করতে শুরু করেন। পাশাপাশি এই ধরনের পোশাক পরে বাবার পাশে দাঁড়াতে সোনমের এতটুকুও লজ্জা করল না বলেও কটাক্ষ করতে শুরু করেন অনেকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন