ঘরের মাঠে ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের বদলা নিয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। অকল্যান্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের বিপক্ষে ২১ রানে জিতেছে অন্তর্বর্তীকালীন অধিনায়ক টম লাথামের দল। মঙ্গলবার নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের নেতৃত্বে ভারতকে হোয়াইটওয়াশ করার মিশনে নামবে কিউইরা। তবে তার আগে আজ (শনিবার) সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘটে গেছে মজার এক কাণ্ড। ইনজুরির কারণে নেই অধিনায়ক উইলিয়ামসন, অসুস্থতার কারণে মাঠে নামার উপযোগী ছিলেন না স্কোয়াডে আরও দুই খেলোয়াড়। ফলে বাধ্য হয়েই, পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে নামতে হয়েছে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ লুক রঙ্কিকে!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.