![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F02%2F08%2Findia_0.jpg%3Fitok%3DjqRHz_te)
কোহলিদের উড়িয়ে সিরিজ নিউজিল্যান্ডের
এনটিভি
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১০
প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন রস টেইলর। তাঁর সেঞ্চুরিতে ভর করে ভারতকে চার উইকেটে হারায় স্বাগতিকরা। আজ শনিবার দ্বিতীয় ওয়ানডেতেও ফের কিউইদের ত্রাতা হয়ে ওঠেন ৩৫ বছর বয়সী টেইলর। ব্যাট হাতে খেলেন ৭৩ রানের অপরাজিত ইনিংস। তাঁর ইনিংসে ভর করে পাওয়া লক্ষ্য নিয়ে ভারতকে ২২ রানে হারায় নিউজিল্যান্ড। আর এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজ জিতে ২-০ তে এগিয়ে গেল কিউইরা। নিশ্চিত হয় সিরিজ জয়। অকল্যান্ডে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৭৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে নয় বল বাকি থাকতে ২৫১ রানে গুটিয়ে যায় ভারত। এদিন আগে ব্যাট করতে নেমে ১৯৭ রান তুলতেই আট উইকেট হারিয়ে ফেলেছিল