![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/02/08/73ac69744e811a25d3cd5389a0de2b66-5e3e52f4dd0b6.jpg?jadewits_media_id=1507513)
কনের বাড়ি নয়, ভোটকেন্দ্রে গেলেন নতুন বর
প্রথম আলো
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৬
দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট শুরু হয়েছে। দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টি ও কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির মধ্যে লড়াই হবে বলে জরিপে বলা হয়েছে। এ ছাড়া লড়াইয়ে রয়েছে কংগ্রেস। এখন দেখার ব্যাপারটি হলো মুকুট কার মাথায় ওঠে। কিন্তু ভোটের সকালে ঘটল মজার ঘটনা। ভোট দিলেন নতুন বর। এএনআইয়ের টুইটার পেজে এক ছবি দিয়ে বলা হয়েছে, বিয়ের পিঁড়িতে বসার আগে সপরিবারে ভোট দিলেন নতুন বর। ভোটারদের লাইনে দেখা গেল...