রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের উদ্যোগে দৌলতদিয়া পতিতাপল্লীর এক পতিতার জানাযার নামাজ ও দোয়ার অনুষ্ঠান হয়েছে। ২ ফেব্রুয়ারি এ পল্লীর বাসিন্দা হামিদা বেগমের মৃত্যুর পর তার জানাযার মাধ্যমে প্রথম এ ধরনের কার্যক্রম চালু হলো। এতদিন এসব পতিতার মৃত্যুর পর তাদের লাশ নদীতে ভাসিয়ে দেয়া বা মাটিচাপা দেয়া হতো। পরে বৃহস্পতিবার বাদ আসর পতিতাপল্লীর পাশে পতিতাদের জন্য নির্মিত কবরস্থান এলাকায় হামিদা বেগমের তিন সন্তান ও পল্লীর কয়েকজনের সহযোগিতায় মিলাদ, দোয়া ও খাবারের আয়োজন করা হয়। দোয়ার অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধায়ন করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান পিপিএম। তবে জানাযা ও দোয়ার অনুষ্ঠান পরিচালনাকারী দুই ইমাম সামাজিকভাবে প্রচণ্ড চাপে রয়েছেন বলে জানা গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.