ভালোবাসার ছড়া
প্রথম আলো
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৪
দরজায় নাড়ো কড়া এলোচুলে দাঁড়িয়ে,চুড়ির রিনিঝিনিমন যায় হারিয়ে। মালি হয়ে ফোটাও ফুলহৃদয়ের অঙ্গনে,ভ্রমর হয়ে উড়ে বেড়াইফুটে থাকা রঙ্গনে। লাবণ্য হবে তুমি?নাকি হবে নন্দিনী?আমার দুই বাহুডোরেহবে তুমি বন্দিনী। পিঠে ছড়ানো তোমারদিঘল কালো কেশ,মুখটি বুঁজে নাকটি খোঁজেমুগ্ধতার আবেশ। মাছ খোঁজে জলের ছোঁয়াজলের মাঝে বাস,তুমি খোঁজ আমার ছোঁয়াদিবস রজনী...