পদ্মাসেতুর মেয়াদ ও ব্যয় বৃদ্ধির কারণ খুঁজতে ফার্ম নিয়োগ
পদ্মাসেতু প্রকল্পের মেয়াদ ও ব্যয় কেন বারবার বাড়ানো হয়েছে তা খুঁজতে ফার্ম নিয়োগ দিয়েছে সরকার। আগামী চার মাসে সেতুর সব ধরনের মূল্যায়ন প্রতিবেদন তৈরি করবে তারা। এজন্য খরচ হবে প্রায় ৩০ লাখ টাকা। জানা গেছে, পদ্মাসেতু প্রকল্পের ব্যয় ও সময় বার বার বৃদ্ধিসহ নানা বিষয়ে চলমান নিবিড় পরিবীক্ষণ ও মূল্যায়ন করতে চায় সরকার। কী কারণে সেতুর মেয়াদ-ব্যয় বৃদ্ধি হলো এই বিষয়ে নানা কারণও খুঁজে বের করা হবে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চার মাসে এই মূল্যায়ন করা হবে। প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন সমস্যা যেমন অর্থায়নে বিলম্ব, বাস্তবায়নের ক্ষেত্রে বিলম্ব, ব্যবস্থাপনায় অদক্ষতা ও প্রকল্পের বার বার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির কারণসহ অন্যান্য দিক বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করা হবে। পদ্মা বহুমুখী মূল সেতুর ৮৫ দশমিক ৫ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। সেতু নির্মাণ প্রকল্পের আওতায় জাজিরা প্রান্তে অ্যাপ্রোচ রোডের কাজ-৯১%, মাওয়া প্রান্তে এপ্রোচ রোডের কাজ-১০০%, সার্ভিস এরিয়া (২)-১০০%, মূল সেতু নির্মাণ কাজ ৮৫.৫০% এবং নদীশাসনের কাজ ৬৬% শেষ হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৬.৫০%।