কারোর সঙ্গে রাত কাটিয়েছ? সারাকে ‘ডাইরেক্ট’ প্রশ্ন কারিনার
নতুন প্রজন্মের লাভ স্টোরিতে আগের তুলনায় বহু টুইস্ট এসেছে। তবু ভালবাসার রেশ যেন একই থেকে গিয়েছে। আগে নারীদের চাহিদা পূরণের ক্ষেত্র ছিল সীমাবদ্ধ। অনেকটাই পরমুখাপেক্ষী। এখন তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে পারেন তারা কী চান। এই অধিকার বোধ থেকেই হয়তবা স্পষ্ট ভাষায় সারা আলি খান জানালেন তার কী ধরনের ছেলে পছন্দ? ভ্যালেন্টাইনটস ডে-তে আসছে সারা আলি খানের নতুন ছবি ‘লাভ আজ কাল’ ছবিটি। ইমতিয়াজ আলির এই ছবি প্রেম ভরপুর তা ট্রেলার দেখেই স্পষ্ট। ছবির প্রোমোশনও চলছে জোর কদমে। আর সেকারণে কারিনার শো- ‘হোয়াট ওমেন ওয়ান্ট’-এ হাজির হয়েছিলেন সৎ মেয়ে সারা। কারিনা-সারাকে নিয়ে চর্চা সবসময়ই চলতেই থাকে। তবে সব নিন্দুকের মুখ বন্ধ করে দিলেন কারিনা। সারাকে ওয়েলকাম জানাতে তিনি বললেন, এই শোতে শুধু তার একজন পরিবারের সদস্যরই আসা বাকি ছিল এবার সেটাও পূরণ হয়ে গেল। স্বভাবতই সারার সঙ্গে জমে গেল আড্ডা। সারা ভীষণ বুদ্ধিমতী, সত্যিকথা বলতে সে ভয় পায় না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.