
সিঁদুর পরিয়ে লাইনে ঝাঁপ, জোড়া আত্মহত্যায় মিলল দুই পৃথিবী
এইসময় (ভারত)
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১০
howrah news: জিআরপি জানায়, মৃত কিশোরের নাম রূপম বানু (১৭) ও কিশোরীর নাম স্নিগ্ধা কারক (১৭)। বাগনানের নবাসনের আনন্দ নিকেতন স্কুলের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের পড়ুয়া ছিল রূপম। আর স্নিগ্ধা পড়ত ওই স্কুলের কলা বিভাগে। শিক্ষকরা জানান, রূপম ছিল অত্যন্ত মেধাবী ছাত্র। আর দু’জনেরই এ বার উচ্চমাধ্যমিকে বসার কথা ছিল।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে
১ বছর আগে