জার্মান রাজনীতির লজ্জা
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৫
২৯ জানুয়ারি জার্মান সংসদে ইসরায়েলি প্রেসিডেন্ট রিউভেন রিভলিন জার্মানদের তাদের অতীত না ভুলে যেতে সতর্ক করেন৷ তাঁর মতে, অতীতের ভুলগুলি খেয়াল করলেই বর্তমান জার্মানিতে বাড়ন্ত ইহুদিবিদ্বেষ ও বর্ণবিদ্বেষের মোকাবিলা করা সম্ভব হবে৷ সেই বক্তব্যের এক সপ্তাহ পরই জার্মানির পূর্বাঞ্চলের রাজ্য ঠুরিঙ্গিয়ার নির্বাচনে জয়ী হয়েছে ব্যবসাবান্ধব রাজনৈতিক দল ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি (এফডিপি)৷ এই জয়লাভে এফডিপিকে সরাসরিভাবে সাহায্য করেছে চরম ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডি, যাদের ইহুদিবিদ্বেষ কুখ্যাত৷ এই নির্বাচনের ফল তাই গোটা জার্মানিকে নাড়া দিয়েছে৷ এর আগে, ম্যার্কেলের ক্ষমতাসীন দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)সহ অন্যান্য বেশ কিছু দলের নেতারা কথা দিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতেই তারা এএফডির সাথে জোটে যাবেন না৷
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- লজ্জা
- রাজনীতি
- ইহুদী বিদ্বেষ
- জার্মানি