তুরস্কের ইস্তাম্বুলে ১৭১ জন যাত্রী ও ছয় জন ক্রু নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি যাত্রীবাহী প্লেন। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১৫৭ জন। বুধবার (৫ ফেব্রুয়ারি) দেশটির সাবিহা গোকসেন আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পেগাসাস এয়ারলাইন্সের প্লেনটি তিন টুকরা হয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। খবরে বলা হয়, এ সময় প্লেনটিতে আগুনও ধরে যায়। তুরস্কের পরিবহন মন্ত্রী কাহির তুরান জানিয়েছেন, বোয়িং-৭৩৭ মডেলের প্লেনটিতে ১৭১ যাত্রী ও ৬ ক্রু ছিলেন। প্লেনটি রানওয়েতে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনার পরপর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বলেও জানান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.