![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F02%2F05%2Fsaudi-pic.jpg%3Fitok%3DpBaRQHtF)
সৌদি আরবে বার্ড ফ্লু আক্রান্ত ২২ হাজার প্রাণীর মৃত্যু
এনটিভি
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৫
বিশ্ব যখন চীনের উহান প্রদেশ থেকে সৃষ্ট করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যস্ত, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবকে একটি দুঃসংবাদ দিল বিশ্ব পশুস্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা দ্যা ওয়ার্ল্ড অরগাইজেশন ফর অ্যানিমেল হেলথ (ওআইই)। সংস্থাটির বরাত দিয়ে সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের উত্তরাঞ্চলে একটি খামারে মারাত্মক সংক্রামক রোগ এইচ৫এন৮ বার্ড ফ্লু দেখা দিয়েছে। ওআইই জানিয়েছে, রাজধানী রিয়াদ থেকে দেড়শ কিলোমিটার উত্তরের সুদাইর অঞ্চলের একটি খামারে বার্ড ফ্লু’র প্রকোপ দেখা দিয়েছে। এরইমধ্যে ২২ হাজার ৭০০ প্রাণী এ রোগে মারা গেছে। অন্যদিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশটিতে তিন ল
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মৃত্যু
- বার্ড ফ্লু
- প্রাণি