ভারতের সাথে আরও দুটি ট্রেন চলাচলের কথা ভাবছে সরকার: রেলমন্ত্রী
পূর্ব পশ্চিম
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩০
বর্তমান সরকার ভারতের সাথে বাংলাদেশের আরও দু'টি ট্রেন পরিচালনার কথা ভাবছে বলে বুধবার (৫ ফেব্রুয়ারি) জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। নূরুল ইসলাম সুজন বলেন, রাজশাহীর মানুষের চাহিদার কথা বিবেচনা করে রাজশাহী থেকে শিয়ালদহ পর্যন্ত, যদিও ভারত চাচ্ছে রাজশাহী থেকে হাওড়া পর্যন্ত একটি ট্রেন। পাশাপাশি চিলাহাটি-হলদিবাড়ি ৭ কিলোমিটার রেললাইন চালু হলে এ বছরেই আমরা ঢাকা থেকে শিলিগুঁড়ি ট্রেন চালু করতে পারব। এ ব্যাপারে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রিভা দাশ গাঙ্গুলিও আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান তিনি। রাজধানীর রেল ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। রেলমন্ত্রী জানান, যমুনা নদীর ওপর দ্বিতীয় বঙ্গবন্ধু ডুয়েল গেজ (ডাবল লাইন) রেল সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামী ১৪ মার্চ হতে পারে।