রমনার বটমূলে বোমা হামলা মামলার সাক্ষ্যগ্রহণ ১৩ ফেব্রুয়ারি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৪

রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান নতুন এ দিন ধার্য করেন। আজ আদালতে সাক্ষ্য দেন ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইউসুফ আলী মোল্লা। ঘটনার সময় তিনি পুলিশের পরিদর্শক এবং মামলার তদন্তকারী কর্মকর্তার সহকারী ছিলেন। এ নিয়ে মামলায় ৫১ জন সাক্ষ্য দিলেন। ২০০১ সালের ১৪ এপ্রিল (বাংলা ১৪০৮ সনের ১ বৈশাখ) রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় প্রাণ হারান ১০ জন। ওই ঘটনার পর রমনা থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বাদী হয়ে এ মামলা করেন। ২০০৮ সালের ২৯ নভেম্বর হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ আদালতে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও