রমনার বটমূলে বোমা হামলা মামলার সাক্ষ্যগ্রহণ ১৩ ফেব্রুয়ারি
রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান নতুন এ দিন ধার্য করেন। আজ আদালতে সাক্ষ্য দেন ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইউসুফ আলী মোল্লা। ঘটনার সময় তিনি পুলিশের পরিদর্শক এবং মামলার তদন্তকারী কর্মকর্তার সহকারী ছিলেন। এ নিয়ে মামলায় ৫১ জন সাক্ষ্য দিলেন। ২০০১ সালের ১৪ এপ্রিল (বাংলা ১৪০৮ সনের ১ বৈশাখ) রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় প্রাণ হারান ১০ জন। ওই ঘটনার পর রমনা থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বাদী হয়ে এ মামলা করেন। ২০০৮ সালের ২৯ নভেম্বর হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ আদালতে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন।