কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভুল প্রশ্নে পরীক্ষা: হল সুপার বরখাস্ত, চার শিক্ষককে অব্যাহতি

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৩

বরিশালে এসএসসির বাংলা প্রথম পত্রের এমসিকিউ পরীক্ষা ভুল প্রশ্নে নেয়ায় হল সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে চার শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ড দুটি তদন্ত কমিটি গঠনের পর এ ব্যবস্থা নেয়া হয়। এর আগে সোমবার নগরীর হালিমা খাতুন বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাময়িক বরখাস্ত হল সুপার হলেন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমা বেগম। অব্যাহতিপ্রাপ্তরা হলেন- একই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মাসুদা বেগম, মো. সাইদুজ্জামান, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক শাহানাজ পারভীন শিমু ও শেখ জেবুন্নেছা। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস জানান, হালিমা খাতুন বালিকা বিদ্যালয় কেন্দ্রে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রশ্নের চারটি প্যাকেট পাঠানো হয়েছিল। এ চার প্যাকেটের মধ্যে দুইটি খোলা হয়েছে। সে হিসেবে ভুল প্রশ্নে পরীক্ষা দেয়া পরীক্ষার্থীদের সংখ্যা ৪০ জনের বেশি হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও