You have reached your daily news limit

Please log in to continue


কোন নীতিমালার আলোকে পিএইচডি দেওয়া হয়, জানতে চান হাইকোর্ট

প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোন নীতিমালার আলোকে পিএইচডি ডিগ্রি দেওয়া হচ্ছে, তা তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের পিএইচডি জালিয়াতির ঘটনায় তদন্ত করে ঢাবির উপাচার্যকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন আদালত। আজ মঙ্গলবার এ-সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি এএফআর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ছাড়া পিএইচডি ডিগ্রি দেওয়ার আগে জালিয়াতির ঘটনা রোধে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে যাচাই-বাছাই কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এই জালিয়াতি রোধে কেন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন। গত ২২ জানুয়ারি এ বিষয়ে রিট করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন