কুঁচিয়া-কাঁকড়ায় করোনার কোপ
প্রথম আলো
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩১
শীত মৌসুমে তাঁরা এই বাজারে অনেকটা উৎসবের আমেজে কুঁচিয়া বিকিকিনি করতেন। এখানে দৈনিক ২৫ থেকে ৩০ টন কুঁচিয়া উঠত। অথচ গত রোববার উঠেছে মাত্র ৮০০ কেজি। কারণ, চীনে করোনাভাইরাসের কারণে এই পণ্যের বেচাকেনা ও রপ্তানি বন্ধ হয়ে গেছে। একইভাবে কাঁকড়াও বাজারে আসা বন্ধ রয়েছে।