১০ বছর পর হারানো সন্তানকে ফিরে পেলেন বাবা-মা
ফেসবুকের কল্যাণে দীর্ঘ ১০ বছর পর ফিরে পেলেন বাবা-মা তার প্রিয় সন্তান শফিককে। ছেলে শফিক ৭ বছর বয়সে হারিয়ে যায়। বহু খোঁজাখুঁজির পরেও ছেলেকে না পেয়ে শফিকের পরিবার ছিলেন হতাশায়। এখন শফিককে পেয়ে পরিবারে বইছে আনন্দের বন্যা। সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পুরানগাঁও গ্রাম থেকে ছেলে শফিককে নিয়ে তার পরিবার বাড়ি ফিরছেন। এদিন রাত সাড়ে ৯টার দিকে শফিকের ভাই সুজন মোবাইলে বিষয়টি বাংলানিউজকে জানান। এর আগে, রোববার (০২ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পুরানগাঁও গ্রামের আশ্রয়দাতা কাবুল মিয়ার বাড়িতে যান শফিকের পরিবার। স্থানীয়রা জানায়, বাড়ি থেকে বের হয়ে শফিক ঢাকাগামী একটি গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েন। পরে ঘুম ভাঙলে গাড়ি থেকে নেমে রাজধানী ঢাকার রাস্তার পাশে কাঁদতে থাকে শফিক। পরে ব্যবসায়ী কাবুল মিয়া তাকে (শফিক) কুড়িয়ে পান। তখন ছোট শফিক নাম-ঠিকানা কিছুই বলতে পারেননি। কাবুল মিয়ার পরিবারের আট মেয়ে ও দুই ছেলের সঙ্গেই বেড়ে ওঠে শফিক। ১০ বছর পেরিয়ে শফিক এখন সতের বছরের তরুণ।