কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হৃতিকের আলোচিত সেই ছবি তুলেছেন এক বাংলাদেশি

প্রথম আলো প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৯

অভিব্যক্তি দেখে মনে হচ্ছে প্রিয় কোনো স্মৃতিতে কোথাও যেন হারিয়ে গেছেন বলিউড তারকা হৃত্বিক রোশন। ছবিটি হৃত্বিক নিজের ভেরিভায়েড ইনস্টাগ্রাম পেজে পোস্ট করে লিখেছেন ছেলেবেলার বিস্ময় এবং পরবর্তী সময়ে প্রতিকূলতার বিরুদ্ধে আশার কথা। ধন্যবাদ দিয়েছেন ছবিটির ‘নাম না জানা’ আলোকচিত্রীকে। হৃত্বিকের পোস্টের সুবাদে সেই ছবিটি এখন আলোচিত ছবিতে পরিণত হলেও হৃত্বিকের মতো অনেকেই জানেন না ছবিটি তুলেছেন একজন বাংলাদেশি আলোকচিত্রী। মার্কিন প্রতিষ্ঠান ফ্ল্যাশব্রাশ প্রোডাকশনের হয়ে বাংলাদেশি আলোকচিত্রী অভিজিৎ চৌধুরী ছবিটি তুলেছিলেন গত ২৫ জানুয়ারি। তাঁর প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম আলোকে।ছবিটি নিয়ে গত রোববার (২ ফেব্রুয়ারি) কথা হয় যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ চৌধুরীর (৩১) সঙ্গে। অভিজিৎ বলেন, ‘আমি যে ভাবনা থেকে ছবিটি তুলেছিলাম, সেটা হৃত্বিকের ভাবনার সঙ্গে মিলে গেছে বলে সম্মানিত বোধ করছি। তিনি আমাদের প্রতিষ্ঠানকে হ্যাশট্যাগ দিয়েছেন। তবে তিনি জানেন না আলোকচিত্রী কে।’ তিনি বলেন, ‘আমি এমন কিছু করতে চাই, যা নিয়ে আমার দেশ আমার জন্য গর্ব করতে পারে এবং পাশাপাশি আমিও যেন গর্ব ভরে বলতে পারি যে, আমি একজন বাংলাদেশি।’ হৃত্বিক রোশনের অভিনয় জীবনের ২০ বছর পূর্তি উপলক্ষে ডালাসের হিলটন হোটেলে গত ২৫ জানুয়ারি সানগ্লো ইন্টারন্যাশনাল অ্যান্ড প্রোডাকশন একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। হৃত্বিক রোশনের উপস্থিতিতে ‘অ্যা চ্যারিটি গালা উইথ হৃত্বিক রোশন’ নামের অনুষ্ঠানটির ছবি তোলা ও ভিডিওর দায়িত্ব ছিল ফ্ল্যাশব্রাশ প্রোডাকশনের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও