![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/02/03/2667376669d423ca8ae4a9fd37de55a1-5e37bc7c64663.jpg?jadewits_media_id=1506133)
দুজন থেকে চার হাজার কর্মী
প্রথম আলো
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:২২
শীতের বিকেল। কারওয়ান বাজার থেকে গন্তব্য খিলক্ষেত। বিমানবন্দর সড়কের পাশেই একটি সুউচ্চ ভবনে জেনেক্স ইনফোসিস লিমিটেডের অফিস খুঁজে পেতে কষ্ট করতে হয়নি। আনুষ্ঠানিকতা শেষ করে অফিসে প্রবেশ করতেই কর্মব্যস্ততায় চোখ আটকে যায়। সবাই ব্যস্ত যাঁর যাঁর মতো করে। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রিন্স মজুমদারের সঙ্গে রুমেই কথা হয়। শোনা হয় শুরু থেকে আজকের অবস্থানে আসার গল্প। চলুন শুনি...