![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2019%2F12%2F30%2Fsatkira-map.jpg%3Fitok%3Dxccb9xpm)
সাতক্ষীরা সীমান্তের খালে বাংলাদেশির ভাসমান লাশ
সাতক্ষীরার ভোমরা সীমান্তের কুমড়োখালি খালে এক বাংলাদেশির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের পেছনের খালে লাশটি পাওয়া যায়। লাশটি সদর উপজেলার লক্ষ্মীদাঁড়ি গ্রামের আশু ঘোষ ওরফে আশু পাগলের (৫০) বলে শনাক্ত করা হয়েছে। স্থানীয়রা জানান, আশু ছিলেন একজন মদ্যপ। তিনি গতকাল শনিবার রাতে কুমড়োখালি নদী পার হতে গিয়ে পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু ঘটে বলে ধারণা করছে তারা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খালে পড়ে গিয়ে পানিতে ডুবে আশু ঘোষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ হস্তান্তরের পর পারিবারিকভাবে সৎকার করা হয়েছে বলে জানান ওসি।