বাংলা একাডেমী সাহিত্য পুরুষ্কার পেলেন দশ কবি ও সাহিত্যিক
দশ কবি ও সাহিত্যিকের হাতে তুলে দেয়া হলো ২০১৯ সালের বাংলা একাডেমী সাহিত্য পুরুষ্কার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেলে রাজধানীর বাংলা একাডেমী প্রাঙ্গণে বইমেলা উদ্বোধনের পর এই পুরষ্কার তুলে দিয়েছেন। পুরুষ্কারপ্রাপ্তগন হলেন, কবিতায় মাকিদ হায়দার, উপন্যাসে ওয়াসি আহমদ, প্রবন্ধ ও গবেষনায় স্বরচিস সরকার, অনুবাদে খায়রুল আলম সবুজ, নাটকে রতন সিদ্দিকী, কিশোর সাহিত্যে রহিম শাহ, মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যে রফিকুল ইসলাম বীর উত্তম, বিজ্ঞান উপন্যাসে নাদিরা মজুমদার, ভ্রমন সাহিত্যে ফারুক মইনউদ্দিন এবং লোকসাহিত্যে সাইমন জাকারিয়া।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.