হরতালের সমর্থনে নয়াপল্টনে তাবিথ-ইশরাক
এনটিভি
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৫
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালের সমর্থনে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভে অংশ নিয়েছেন বিএনপি মনোনীত ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল ও ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন। আজ রোববার দুপুর ২টার কিছু পরে তাঁরা দলীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হন। এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘নির্বাচনের ফলাফলে যে পরিমাণ ভোট কাস্ট দেখানো হয়েছে, তার চেয়ে অনেক কম ভোট কাস্ট হয়েছে। আমরা দেখেছি, আওয়ামী লীগ সমর্থকরা সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেননি। যে ফল ঘোষণা হয়েছে, সেটি সম্পূর্ণ মনগড়া একটি সাজ